Selftics Scholarship

Selftics Learning Scholarship

শিক্ষাবৃত্তি প্রাপ্তির নিয়ম ও শর্তাবলী-

১.  নির্ধারিত আবেদন পত্রে আবেদন করতে হবে।

২.  ক্লাসে কমকক্ষে ৯০% উপস্থিতি থাকতে হবে এবং সকল পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

৩.  প্রত্যেক সেমিস্টারের সকল মাসিক পরীক্ষা এবং সেমিস্টার ফাইনাল পরীক্ষার মোট নম্বরের ভিত্তিতে বৃত্তি প্রদান করা হবে।                                                                                            

৪.  পরীক্ষায় কমকক্ষে ৫০% নম্বর পেতে হবে এবং যত পার্সেন্ট নম্বর পাবে তত পার্সেন্ট বৃত্তি পাবে (যেমন ৮০% নম্বর পেলে সেমিস্টার ফি-এর ৮০% বৃত্তি পাবে)।

৫.  অভিভাবকের মাসিক আয় ১০ হাজার টাকার কম এবং লেখাপড়ার খরচ যোগাতে কষ্টসাধ্য হয় তার স্বীকৃতি লাগবে।                                               

৬.  নির্ধারিত সেমিস্টার ফি দিয়ে ভর্তি হতে হবে এবং সেমিস্টার শেষে বৃত্তি প্রদান করা হবে।

৭.  বৃত্তির টাকা অভিভাবক সরাসরি গ্রহণ করতে পারবে কিংবা শিক্ষার্থী কুপন সংগ্রহ করে পরবর্তী সেমিস্টারে ভর্তি হতে পারবে।

Scroll to Top